সিডিএফএ রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল মঙ্গলবার লিগের ‘বি’ গ্রুপের খেলায় নওজোয়ান গ্রীণ বড় ব্যবধানে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। নওজোয়ানের এটি টানা দ্বিতীয় বিজয়। প্রথম খেলায় তারা ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে হারিয়েছিল। অন্য খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব পরাজিত করে কিষোয়ান স্পোর্টসকে। লাকী স্টারের এটি প্রথম জয় এবং কিষোয়ানের এটি প্রথম পরাজয়। নিজেদের প্রথম খেলায় লাকী স্টার হার মানে এবং কিষোয়ান জয়লাভ করেছিল। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল দিনের প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ৫-২ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। খেলার প্রধমার্ধে বিজয়ী দল ৪-১ গোলের ব্যবধানে এগিয়েছিল। খেলার ১৪ মিনিটে এগিয়ে যায় নওজোয়ান গ্রীণ। মো. ফারুক গোল করেন (১-০)। ১৮ মিনিটে সে গোল পরিশোধ করে দেন মির্জাপুরের শাওন বড়ুয়া (১-১)। বেশিক্ষণ এ সমতা টিকে থাকেনি। আবারো এগিয়ে যায় নওজোয়ান গ্রীণ। ২১ মিনিটে গোল করেন রাহাত হোসেন (২-১)। ৩৩ মিনিটে মো. ফারুক নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় নওজোয়ান গ্রীন। তিন মিনিট বাদেই আবারো গোল পায় তারা। এবার গোল করেন আবদুল মজিদ (৪-১)। দু’দল খেলার বিরতিতে যায় এ স্কোর লাইনেই। বিরতির পর মির্জাপুর ঘুরে দাঁড়াবার চেষ্টা করে। ৫২ মিনিটে দলের শাওন বড়ুয়া আরো একটি গোল পরিশোধ করেন (২-৪)। এটি ছিল শাওনের দ্বিতীয় গোল। দু’মিনিট বাদে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ গোলসংখ্যা আবারো বাড়িয়ে নেয়। এবার নিজের দ্বিতীয় গোল করেন রাহাত হোসেন (৫-২)। এ ব্যবধানেই খেলার শেষ বাঁশী বাজান রেফারী। দুই খেলা শেষে নওজোয়ান গ্রীণ ৬ পয়েন্ট পেয়েছে। মির্জাপুর দুই খেলার দুটিতেই পরাজিত হয়ে কোন পয়েন্ট পায়নি।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ১-০ গোলে কিষোয়ান স্পোর্টসকে পরাজিত করে। এ খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লাকী স্টার ক্লাব। প্রথম আক্রমনও শুরু করে তারা। তবে এতে কোন ফল মেলেনি। ১৩ মিনিটে ফ্রি কিক পায় লাকী স্টার ক্লাব। তা থেকে আবদুল আলীম রাব্বির নিপুন শট কিষোয়ান কিপার কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। ২২ মিনিটে কিষোয়ানের আক্রমন থামিয়ে দেন লাকী স্টারের গোলকিপার সাইদুল ইসলাম। ৩৫ মিনিটে আবারো আক্রমনে যায় কিষোয়ান। এবার মো. আইউবের শট ঠেকিয়ে দেয় লাকী স্টারের রক্ষণভাগ। এরপর কিষোয়ানের আয়ত্বে বল এলেও তাদের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। গোল বঞ্চিত হয় কিষোয়ান। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে খেলায় এগিয়ে যায় লাকী স্টার ক্লাব। দিদার আল তামিমের কাছ থেকে বল পেয়ে মো. মেহেদী হাসান শট নেন। গোলকিপারের হাত ছুয়ে বল জালে যায় (১-০)। খেলার ১২ মিনিটে কিষোয়ান আক্রমনে যায়। মো. আইউবের শট লাকী স্টার কিপার ফিস্ট করে বাঁচান। ১৫ মিনিটে একটি সুবর্ণ সুযোগ পায় লাকী স্টার। বল ধরতে এগিয়ে এসে বল মিস করেন কিষোয়ান কিপার। খালি বারে গোল দিতে ব্যর্থ হন লাকী স্টারের মেহেদী হাসান। বাকি সময় আক্রমন প্রতি আক্রমনে খেলা হলেও তা থেকে আর কেউ গোল করতে পারেনি। প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। দুই খেলা শেষে দু’দলই ৩ পয়েন্ট করে পেয়েছে।
আজ কিশোর ফুটবল লিগের প্রথম খেলায় অংশ নেবে ফ্রেন্ডস ক্লাব এবং বাংলাদেশ রেলওয়ে এস এ(বিকাল-২.৩০টা)। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আব্দুল সোবাহান ফুটবল দল(বিকাল-৪টা)। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।