ধ্বংস করুন মশার আবাসস্থল

| মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

মশা এক ধরনের যন্ত্রণাদায়ক পতঙ্গ। অতিরিক্ত বিরক্তিকরের পাশাপাশি তারা রোগজীবাণু সংক্রমণ করে। এই মশা বেশিরভাগ সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে অনেক ধরনের রোগ হয়। যেমনচিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। বর্তমানে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু মশা সাধারণত ভোরে ও সন্ধ্যায় কামড়ায়। ডেঙ্গু জ্বর চিকিৎসার মাধ্যমে সেরে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর মাত্রা বেড়ে গিয়ে মানুষ মারাও যায়।

বাংলাদেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী মানুষরা। এর সংখ্যা প্রায় ১২ হাজার ২৯৯জন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী মানুষ। তাই, প্রত্যেকের উচিত বাড়ির আশেপাশে পানি জমিয়ে না রাখা, জানালায় প্রতিরোধ নেট ব্যবহার করা, ভোরে ও সন্ধ্যায় জানালা বন্ধ রাখা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা। আপনার দৈনন্দিন জীবনে এধরনের পরিবেশ তৈরি করতে অভ্যস্ত হোন। এতে করে আপনার পরিবার সুস্থ ও রোগমুক্ত থাকবেন।

উম্মে সালমা

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধনিরুপমা দেবী : নন্দনতত্ত্বের শৈল্পিক রূপকার
পরবর্তী নিবন্ধমায়াবী মন