ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে

তালুকদার লাভলী | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে দেখি,

মনের ভেতর কত নদী শুকায়

স্বপ্নেরা ভাঙে, ছাই হয়ে যায়,

প্রতিশ্রুতির ললাটে কালো ছাপ পড়ে।

প্রকৃতির শীতল হাওয়ায় বিষ মেশে,

পাখিদের গান থেমে যায় নির্জনতায়।

গাছের শিকড় খুঁজে ফেরে জল,

মানুষ খুঁজে ফেরে ভালোবাসার আশ্রয়।

মাটি ফাটে, আকাশ কাঁদে বৃষ্টি হয়ে,

কিন্তু হৃদয়ের শূন্যতায় পূর্ণতা নেই।

অপার্থিব আলোর মাঝে আঁধার নেমে আসে,

জীবন দাঁড়িয়ে থাকে ভাঙা ব্রিজের শেষ সীমানায়।

কোথায় যেন কেউ ডাকছে ফিরে আসার জন্য,

কিন্তু ধ্বংসের পথ থেকে ফেরার উপায় নেই।

তবু, শূন্যতার মাঝে জন্ম নেয় এক নতুন আলো।

পূর্ববর্তী নিবন্ধছোট্ট সোনার গ্রামটা আমার
পরবর্তী নিবন্ধনেকলেস