ধ্বংসস্তূপ নাকি উন্নত দেশ, কোনটা চান

সংসদে সমাপনী ভাষণে জিজ্ঞাসা প্রধানমন্ত্রীর বিদেশে কিলার হায়ার করে আমাকে মারার চেষ্টা হয়েছে

| শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, সহিংসতার পর হরতালঅবরোধে আগুনের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশবাসীর কাছেই জানতে চাই, তারা কোন বাংলাদেশ চায়এই ধ্বংসস্তূপ নাকি উন্নত বাংলাদেশ।’ তিনি বলেন, এই সন্ত্রাসী, জঙ্গী, এ অমানুষগুলোএদের সঙ্গে কারা থাকে আর তাদের সঙ্গে বসা? এই জানোয়ারদের সঙ্গে বসার কথা কারা বলে? গতকাল বৃহস্পতিবার একাদশ সংসদের শেষ অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। গত ২২ অক্টোবর এ সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়।

তাকে বিদেশে হত্যার চেষ্টা হয়েছে সেই অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বার বার আমার ওপর আঘাত হেনেছে। তারপরও আমি বেঁচে গেছি। এখনও বার বার আমার ওপর হামলা হচ্ছে। এমনকি দেশে না, বিদেশেও আমার ওপর হামলার প্রচেষ্টা চালানো হয়েছে। আমি বিস্তারিত বলব না। শুধু এইটুকুই জানিয়ে রাখলাম। তিনি বলেন, আমি যখন বিদেশ যাই সেখানেও কিলার হায়ার করে আমাকে মারার চেষ্টাসে চেষ্টাও ওই খালেদা জিয়ার ছেলে যেটা লন্ডনে বসে আছে। সেসহ তাদের যারা সন্ত্রাসী তারাই। তবে আমি কখনও এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত না। জন্মালে তো মরতে হবে। কিন্তু যতক্ষণ শ্বাস আছে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ৭৮৬