১৯ ওভারে ৫৩ রানে গুটিয়ে গেছে দল। পঞ্চম দিনে ইনিংস টিকে ছিল ৫৫ মিনিট। দুই স্পিনারে ধরাশায়ী পুরো দল। ডারবান টেস্টের শেষের এই ছবি মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এই ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মোমিনুল হক। সতীর্থদের মানসিকভাবে আরও দৃঢ় হয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে মাঠে নামার আহ্বান জানালেন বাংলাদেশ অধিনায়ক। কিংসমিডে দ্বিতীয় ইনিংসের নিদারুণ ব্যর্থতায় ২২০ রানে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। সাত উইকেট হাতে নিয়ে ব্যাট করতে পেরেছে কেবল ১৩ ওভার। কেশভ মহারাজ ও সাইমন হার্মারের স্পিনের কোনো জবাব জানা ছিল না মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরিদের। এমন ভরাডুবির পরও ইতিবাচক অনেক কিছুই চোখে পড়ছে মোমিনুলের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানালেন পরের টেস্টে ভালো করার আশাবাদ।
এখান থেকে ঘুরে দাঁড়ানো যাবে। ঘুরে দাঁড়াতে না পারার তো কোনো কারণ নাই। আমরা পাঁচ দিনের মধ্যে চারটা দিন খুব ভালো খেলেছি। শুধু শেষ দিনটায় খুব বাজে ব্যাটিং করেছি। বিশেষ করে চতুর্থ দিনের শেষ সেশনটা। তারপর শেষ দিনের প্রথম সেশনটা। মোমিনুল বলেন এখানে অনেক ইতিবাচক ব্যাপার আছে। যেটা দেখে আমরা সহজেই ঘুরে দাঁড়াতে পারব। মাহমুদুল হাসান জয় খুব ভালো একটা ইনিংস খেলেছে। লিটন দাস ভালো ব্যাটিং করেছে। ইয়াসির রাব্বি ভালো ব্যাটিং করছে। মেহেদী হাসান মিরাজও ভালো করছে। নিজেদের ইতিহাসে দেশের বাইরে এই টেস্টে কেবল অষ্টমবারের মতো প্রতিপক্ষকে দুইবার অলআউট করতে পারে বাংলাদেশ। বোলিংয়ে প্রাপ্তি আছে বেশ কিছু। শরিফুল ইসলামের ইনজুরিতে সুযোগ পাওয়া সৈয়দ খালেদ আহমেদ প্রথম ইনিংসে নিয়েছেন চার উইকেট। ভালো করেছেন পরের ইনিংসেও। ইবাদত হোসেন উজাড় করে দিয়েছেন নিজেকে। ডান কাঁধে সমস্যা নিয়েও ভালো করেছেন তাসকিন আহমেদ।
একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলা মিরাজ ওভারের পর ওভার করে গেছেন নিয়ন্ত্রিত বোলিং। তাসকিন ও শরিফুলকে যদিও দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না। যাদের পাওয়া যাবে, তাদের নিয়েই বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পরের টেস্টে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন মোমিনুল। তিনি বলেন বোলাররা খুবই ভালো করেছে। মিরাজ ছিল অসাধারণ। এই উইকেটে প্রথম থেকে সে খুব ভালো বোলিং করেছে। পেস বোলাররাও খুব ভালো বোলিং করেছে। আমরা যে পাঁচ দিনই খারাপ খেলেছি তা কিন্তু না। শেষ দিনটা আমরা বাজে খেলেছি। যে কারণে ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। আর টেস্ট ক্রিকেটে এক দিন খারাপ করলে সেখান থেকে ফেরা খুব কঠিন। আমার মনে হয় আমাদের মানসিকভাবে আরও দৃঢ় হয়ে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারব।