ধোপাছড়ি ইউনিয়ন পরিষদে হামলা-লুট

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চন্দনাইশের দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। গতকাল সকালে একদল দুর্বৃত্ত পরিষদে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, গুরুত্বপর্ণ ফাইলপত্র তছনছ করে। এ সময় পরিষদে রক্ষিত মালামাল লুটপাট করে নিয়ে যায়। ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর আজ (মঙ্গলবার) সকালে একদল দুর্বৃত্ত পরিষদে হামলা চালায়। এ সময় তারা পরিষদে রক্ষিত সরকারি চাল, সার লুটপাট করে নিয়ে যায়। এছাড়া টিসিবি এজেন্টের মালামাল ও খাদ্য বান্ধব এজেন্টের মালামালও লুট করে নিয়ে যায় তারা। এ সময় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নজরুল ইসলামকেও মারধর করে দুর্বৃত্তরা। তিনি বলেন, প্রথমে গত সোমবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। রাতে দলীয় অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও কয়েকজন দলীয় নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সমাপ্ত
পরবর্তী নিবন্ধবিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালন