গত ৫ আগস্ট থেকে চন্দনাইশের পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়ে যাচ্ছে এক শ্রেণির লোক। সর্বশেষ গত বুধবার রাতে ধোপাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড রেকঘাটা এলাকার কৃষক মো. ইব্রাহিমের বিশাল পেঁপে ও কুল বাগান কেটে দেয়া হয়।
কৃষক ইব্রাহিম জানান, তার বাগানের ১০০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সবগুলো গাছেই প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে। তিনি এখন পেঁপে বিক্রিও শুরু করেছেন। কেটে ফেলা পেঁপে গাছের মধ্যে ৫০ থেকে ১০০ কেজি পেঁপে ধরেছে এমন গাছও রয়েছে। এছাড়াও তার বিশাল কুল বাগানের ৬০০ কুল গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। তিনি কোন দল করতেন না। তার অপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম জানান, এক শ্রেণির লোক ধোপাছড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করে। যা এখনো চলমান রয়েছে। এ পর্যন্ত একাধিক বাড়ি–ঘর, দোকানপাঠ ভাঙচুর করা হয়েছে। লুট করা হয়েছে মৎস্য প্রজেক্ট, খামার, ধ্বংস করছে একাধিক লেবু বাগান, কুল বাগান, পেঁপে বাগান। গত বছর বন্যার পর ইউনিসেফ প্রদত্ত দরিদ্র জন্য নির্মিত ২৪০টি লেট্রিনের সরঞ্জাম ভেঙ্গে দেয়। এ পর্যন্ত দূর্বৃত্তরা কমপক্ষে দেড় কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি করেছে বলে তিনি দাবি করেন।