জীবনে প্রচুর ধৈর্যের প্রয়োজন, সর্বাবস্থায়ই ধৈর্য খুব বেশি প্রয়োজন, একমাত্র ধৈর্য্যই পারে সমস্ত না কে হ্যাঁ’তে পরিনত করতে, সময়কে সময়ের চমৎকার দেখাতে! না বলতে পারা একটা শক্তির নাম। চুপ থাকা, সহ্য করা, সমস্ত পরিস্থিতিতে শান্ত থাকতে পারা, পুরো সত্য জানার পরও সামনের জনের আরো কুড়িটা মিথ্যা কথা বানিয়ে গল্প করতে থাকা মানুষকে চুপচাপ হজম করতে পারা। চারপাশের নেগেটিভিটির ভিড়ে নিজে একাই পজিটিভ হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারা, সামনের জন প্রচণ্ড মানসিক আঘাত করার পরও তার সাথে সুন্দর ব্যবহার করার মন–মানসিকতা থাকা একটা শক্তির নাম। নিজের ভিতরে কোটি কষ্ট নিয়েও পুরো সময় মানুষকে খুশিতে মাতিয়ে রাখতে পারার মতো মানসিকতা, একজন মানুষের সফলতায় তাকে বাহবা দিতে পারা, হিংসামুক্ত থাকতে পারা, খুব অল্পতেই সন্তুষ্ট থাকতে পারা একটা শক্তির নাম। অভিযোগ তুলনা না করে নিজের ভুল মার্ক করে নিজেকে সংশোধন করতে পারা, অন্যের প্রশংসা করতে পারা অন্যকে সঠিক গাইডলাইন দেখিয়ে দিতে পারার ক্ষমতা, মানুষের ভালো থাকা দেখে খুশি হতে পারা, মানুষকে সম্মান দিতে পারা, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, স্পষ্ট বলতে পারার ক্ষমতা রাখাও একটা শক্তির নাম। মুরুব্বিকে সেবা করার মন–মানসিকতা থাকা, অন্যের কষ্টকে অনুভব করে তাকে মানসিক সহযোগিতা করার মন–মানসিকতা থাকা, তর্কে না জড়ানো, সবাইকে আন্তরিকতার নজরে তাকাতে পারা, কাউকে উপহাস না করে উৎসাহ দিতে পারা, কারো উপকার করতে না পারলেও যেনো কারো কেনো ক্ষতি না হয় ওটা খেয়াল রেখে চলতে পারা, মানুষের পিঠপিছে তার ভালো কাজের সুনাম করার সক্ষমতা থাকা একটা শক্তির নাম।
আনন্দ ভাগাভাগি করতে পারা, পজিটিভিটি ছড়িয়ে দেয়ার ক্ষমতা, সবাইকে ভালোবাসতে পারা শুধুমাত্র আল্লাহ সুবহানাল্লাহর সন্তুষ্টির জন্য! আর এতো এতো শক্তিরা একত্রিত হয়ে রূপ নেয় ধৈর্যতে, যেটা প্রতিটি মানুষের মধ্যে মজুদ আছে!