ধৈর্য, সমঝোতা ও মেধা দিয়ে নারীদেরকে সামনে এগিয়ে যেতে হবে। চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে আয়োজিত অনলাইন ভিত্তিক গ্রুপ সওদার প্রথম বর্ষপূর্তিতে প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী একথা বলেন।
তিনি আরো বলেন আমরা নারীরাই পারি সমাজ, দেশ ও জাতিকে পরিবর্তন করতে। দেশের বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ কোন কোন নারীরই সৃষ্টি। সুতরাং আমাদের পিছিয়ে যাওয়ার কিংবা হতাশ হওয়ার কিছু নেই।
সওদা’র এ্যাডমিন আরিফা ইসলাম এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, চট্টগ্রামের নারীরা দেশের যে কোন অঞ্চলের তুলনায় অনেক বেশী সুসংগঠিত।
আমরা রাজধানী কেন্দ্রিক কর্মকান্ডের দিকে মুখাপেক্ষী না হয়ে নিজেরাই নিজেদের সমস্যা চিহ্নিত করবো, নিজেরাই নেতৃত্ব দিব এবং সামনে এগিয়ে যাব। অনুষ্ঠানে সওদা’র মডারেটরবৃন্দ, উপদেষ্টা আজিজুল ইসলাম, মেনটর মিরাজুল হকসহ প্রায় ১০০জন অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।