আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পবিত্র রমজান মাসের পবিত্র গেয়ারভী শরীফ ও ইফতার মাহফিল গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়। এতে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। বক্তারা বলেন, মাহে রমজানের সিয়াম–সাধনা মুমিন মুসলমানদের অন্তরাত্মা পরিশুদ্ধ করে। ধৈর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয় এ সিয়াম সাধনা। পাপ–পঙ্কিলতা, কুচিন্তা, হিংসা–বিদ্বেষ, লোভ, ক্রোধের মতো কু–অভ্যাসগুলো বর্জন করে মানব কল্যাণসহ যাবতীয় মহৎ গুণাবলী অর্জন করাই মাহে রমজানের অন্যতম উদ্দেশ্য।
পবিত্র গেয়ারভী শরীফ শেষে রমজান মাসব্যাপী নিয়মিত ইফতার মাহফিলে দূর–দূরান্ত হতে আগত তিন সহস্রাধিক মুসল্লিকে ইফতার করানো হয়। আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন প্রমুখ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে মোনাজাত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












