লোভ করে এক বাঘের ছানা হাঁসের ডেরায় এসে
বাহির থেকে মিষ্টি কথা বলছে হেসে হেসে
দিচ্ছে আশা, হাঁস ভাইয়েরা ভয় পেয়ো না কোনো
বলছি আজ এক দারুণ কথা মন দিয়ে তা শোনো।
হাঁস ও বাঘের মধ্যে যদি না থাকে আর দ্বন্দ্ব
কেউ কী বাঘের জাতকে কভু বলতে পারবে মন্দ?
ইতিহাসই পাল্টে যাবে, পাল্টে যাবে ভূগোল
থাকবে না দ্বেষ হানাহানি কিংবা কোনো শোরগোল।
বলছে বুড়ো হাঁস, ‘ও ভায়া, বলছো কথা ভালো
তোমার মনে নেইতো লোভ আর নেইতো কোনো কালো?
হাঁস ও বাঘের শত্রুতা শেষ, এতো নতুন গাঁথা
আমরা খুশি, নিশ্চয়ই খুশি হবে তোমার মাতা।
বাঘের ছানা বলল এবার, ‘আমার ডেরায় চলো
ছুটলো বাঘের ছানা এবং ছুটলো হাঁসের দলও
ডেরায় গিয়ে বাঁচে কী হাঁস? হলো বাঘের খানা
বললো হাঁস, তুই রয়ে গেলি ধূর্ত আর সেয়ানা!