ধূপছায়া

মারজিয়া খানম সিদ্দিকা | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

ধূপ ছায়ায় আলোআঁধারি আকাশ গাঙে খেলা

স্বপনতলে পুণ্যমাসির বিহঙ্গী গান ভাসে।

মধুমাসের রঙিনাবেশ মন রয়েছে খোলা

ধূপ ছায়ায় আলোআঁধারি আকাশ গাঙে খেলা।

তারার ফুলে চকচকিয়ে উথলে নদী মেলা

চারপাশেতে উজল ভূমি দুপার ভরে কাশে।

ধূপ ছায়ায় আলোআঁধারি আকাশ গাঙে খেলা

স্বপন তলে পূর্ণ মাসির বিহঙ্গী গান ভাসে।

পূর্ববর্তী নিবন্ধইতিবাচক চিন্তা পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে
পরবর্তী নিবন্ধএক ফালি সুখস্মৃতি