ধারাবাহিক হামলা চালিয়ে ইসরায়েলকে আকাশসীমা অবরোধে ফেলতে চায় হুতি

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

ইসরায়েলি বিমানবন্দরগুলোয় ধারাবাহিক হামলা চালিয়ে দেশটিকে সমন্বিত আকাশসীমা অবরোধে ফেলতে কাজ চলছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। এজন্য তারা বিশ্বের সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে ইসরায়েলের বিমানবন্দরগুলোকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর বাংলানিউজের।

গত রোববার হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিগ্রাম পোস্টে এ আহ্বান জানান। এদিন সকালে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি এলাকায় হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিনজন আহত হন বলে জানা গেছে।

ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরদার করায় এই প্রতিক্রিয়ামূলক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক সূত্র দ্য জেরুজালেম পোস্টকে জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.০০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপেরুতে অপহরণের পর সোনার খনিতে মিলল ১৩ শ্রমিকের মৃতদেহ