ধারাবাহিকে বেদের মেয়ে জ্যোৎস্না!

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৯:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’ প্রভাব ফেলেছিল ওপার বাংলাতেও। তৈরি করা হয়েছিল সিনেমা-নাটকসহ অনেক কিছু। চলতি বছর পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’। এখানে দুটি কেন্দ্রীয় চরিত্র রোহিনীর ভূমিকায় শ্রীমা ভট্টাচার্য ও অগ্নির ভূমিকায় অর্ক জ্যোতি পাল অভিনয় করছেন। এবার এতে চমক হিসেবে সামনে আসছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খোক্কসী রানির বেশে হাজির হতে চলেছেন তিনি। পশ্চিমবঙ্গের গণমাধ্যমে শ্রীলেখা মিত্র বলেন, আমরা ছোটবেলায় ঠাকুমা, দিদিমাদের কাছে রাক্ষস-খোক্কস, দৈত্য-দানব, অনেক কিছুর গল্প শুনেছি। আমি এবার খোক্কসী রানি হয়ে আসছি। এখন পর্যন্ত পাণ্ডুলিপি যা পড়েছি তাতে বোঝা যায়, খোক্কস বলতে দুষ্ট বা মন্দ বোঝালেও আমি মূলত ভালো। জানা যায়, রূপকথার আঙ্গিকে তৈরি হয়েছে এ ধারাবাহিকটি। পরিচালনা করেছেন সুমন রায় ও মলয় রায়। গত ৩ আগস্ট থেকে এটি সান বাংলায় প্রচার হয়ে আসছে। শ্রীলেখার পর্বগুলো শিগগিরই শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনামুক্ত নাসির উদ্দীন ইউসুফ
পরবর্তী নিবন্ধবলিউডে চমক