ধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবরশাহ থানা শাখার পরিচিতি সভা

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবরশাহ থানা শাখার এক পরিচিতি সভা গত ১৩ জানুয়ারি উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবরশাহ থানা শাখার আহ্বায়ক মো. সানজিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

সভায় আকবরশাহ থানা শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রাশেদুল হক জুয়েল, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম খলিল সুমন।

বক্তব্য রাখেন ওমর ফারুক ভূঁইয়া, সিরাজুল ইসলাম, জাহেদুল আলম নিপু, নুরুল আফসার টিটু, ফরহাদ উদ্দিন চৌধুরী সুমন, সখিনা বেগম, হাফেজ বেলাল, আরাফাত হোসেন বুলেট, নার্গিস আক্তার, মুজিবুর রহমান,পলি বেগম, মোহাম্মদ শরীফ, শামীমা ইয়াসমিন, মো. শহীদ, স্বপ্না আক্তার, আকরাম উদ্দিন, সকিনা বেগম, মো. ফখরুল, মো. আলমগীর হোসেন, মেহেদী হাসান, কোহিনুর আক্তার, আব্দুল করিম, মোহাম্মদ কাসেম, মো. নিজাম, জসিম উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আজিম উদ্দিন টিটু, মো. রহমান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ মামুন, ইস্তিয়াক আহমেদ ইপ্তি, সুমি আক্তার, জোস্না আকতার, জানু আক্তার, মোর্শেদা আক্তার প্রমুখ।

গোষ্ঠীর আকবরশাহ থানা শাখার সদস্য সচিব এনামুল হক টুটুল ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো আরিফ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, ধানের শীষ হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতীক। ধানের শীষে ভোট দিলে দেশের মানুষ সুখেশান্তিতে বসবাস করবে। তিনি সংসদ সদস্য পদপ্রার্থী আসলাম চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে চট্টগ্রাম৪ সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণের সেবা করার সুযোগ দানে সকলের নিকট অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংসদ নির্বাচন ও গণভোট নিয়ে হাটহাজারীতে মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিশুদের মাঝে সম্প্রীতিবোধ জাগাতেসুকুমার বৃত্তির চর্চা জরুরি