ধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে

বোয়ালখালীতে পথসভায় এরশাদ উল্লাহ

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশকে সঠিক পথে পরিচালিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশিবিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় যুগের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।

গত ২৮ জানুয়ারি বোয়ালখালী উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ উল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সকল ধর্ম ও মতের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে লক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

পথসভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্মআহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, বোয়ালখালী বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক, সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা বিএনপি সদস্য মেহেদী হাসান সুজন, শাহীনুর শাহীন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ খান, সাবেক আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম, নজরুল ইসলাম বাবু, এমদাদ আনসারী, মাহাবুবুল আলম, মোহাম্মদ দৌলত মিয়া, শহীদুল আলম, মোহাম্মদ এমরান আলী শারুক, মোহম্মদ বারব আলী, হাসান চৌধুরী, কহিদুল আলম, ইয়াকুব হাসান, ইসমাইল বাদশা, সাইমুল করিম, তৌহিদ রহমান, সুমন, জানে আলম নান্নু, মনিরুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দীন, তরিত বড়ুয়া, ভবতোষ বড়ুয়া, নিপুল সেন, আজগর, শিবাশীষ সেন, প্রদীপ সুত্রধর, সালাউদ্দীন রুবেল, মাহামুদুল্লাহ, সঞ্জয় দাশ, আইয়ুব আনছারী আদিল, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শাহেদ খান, রোকসার, দিদার আলম, মাহাবুবুল আলম কাজল, মিজানুর রহমান, মোহাম্মদ ফারুক, মাহাবুবুল আলম, আমির হাসান শিমুল, জোবায়েত আকবর, নিজামুর রহমান, ইমরান, মোহাম্মদ শাহেদ, সালাউদ্দীন, মোহাম্মদ হাকিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ আসনে পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেব
পরবর্তী নিবন্ধআজ হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ