ধানের শীষ প্রতীকই এদেশের নারীদের প্রথম পছন্দ

পাহাড়তলীতে মহিলা সমাবেশে নওশীন আরজান হেলাল

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের স্ত্রী নওশীন আরজান হেলাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার মীর হেলাল জয়লাভ করলে চট্টগ্রাম ৫ আসনের মধ্যবর্তী স্থানে হাটহাজারী বায়েজিদের নারী ও শিশুদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। তিনি গত বুধবার ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড খীল্লাপাড়া চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আসন্ন সংসদ ত্রয়োদশ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে স্থানীয় মহিলা দল এই সমাবেশের আয়োজন করে।

নওশীন হেলাল বলেন, এদেশের নারী সমাজের উন্নয়নে বেগম খালেদা জিয়ার ব্যাপক অবদান আছে। কন্যা শিশুদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করণ, কারিগরি শিক্ষা ব্যবস্থা, নারীদের জন্য পৃথক পলিটেকনিক্যাল তৈরি, পোশাক খাতের ব্যাপক উন্নয়ন, নারীদের কর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ, নারী উদ্যোক্তা সৃষ্টি, পুলিশ,আনসার, নৌবাহিনী, বিমানবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য চ্যালেঞ্জিং পেশায় নারীদের অন্তর্ভুক্তি, প্রশাসন ও শিক্ষা ক্যাডার সহ বিভিন্ন সেক্টরে নারীর কর্মসংস্থান, জাতিসংঘ মিশনে নারী সৈনিকদের পদায়ন, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়নে ব্যাপক কাজ করেছেন। সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান এবং সবার দোয়া কামনা করেন।

উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালা বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম, গাজী ইউসুফ, শাহাজাহান মঞ্জু, লাইলি ইয়াসমিন, নুরী মাহফুজ, তাহেরা বেগম, শাহানাজ বেগম, লাকী আক্তার, শিরীন আক্তার, আঁখি আকতার, জোছনা আকতার, সেলি, পারুল, মনোয়ারা, বাসু আকতার, জাবেদ, রুবেল, গাজী টিটু, গাজী সুমন, মো. ইলিয়াস, রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধসিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারীর বার্ষিক সাধারণ সভা