বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য কৃষক–শ্রমিক মেহনতি মানুষের সর্বস্তরের হাটহাজারী বাসীর প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন। আমি হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দিব, ইনশাআল্লাহ।
মীর হেলাল শনিবার হাটহাজারীর উদালিয়া মোহছেনা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপির উদ্যোগে পক্ষকালব্যাপী গৃহীত মানবিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ইউনিয়ন বিএনপি এই স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে। ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক রহমত উল্লাহর সভাপতিত্বে ও জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উপজেলা বিএনপি সদস্য সালাউদ্দিন আলী। আরো উপস্থিত ছিলেন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, ধলই ইউনিয়ন বিএনপির আহবায়ক আজম মাস্টার, সদস্য সচিব নাসিম মেম্বার, জেলা যুবদলের সহ–সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী, জাসাস হাটহাজারী উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিকী সোহেল, সাবেক ছাত্রদল নেতা শফিউল আজম, সাজিম চৌধুরী, রিপন জিয়া, শাহাদাত হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, হান্নান তালুকদার, জাবেদ মন্দাকিনী, আবু বক্কর, রাশেদুল ইসলাম, সোমা আকতার, লোকমান মাস্টার, রুবেল নিজাম, সাহেদ বিন হাশেম পলাশ, আব্দুল হালিম, আলফাজ, সাকিব পিয়াস, আব্বাস, আশ্রাফ, আদিব রুবেল, ফারুক নিশাত, মনসুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











