যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার আনোয়ারা–কর্ণফুলী উপজেলায় আয়োজন করা হবে যুব সমাবেশ। এ সমাবেশ থেকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ে নতুন যুদ্ধের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা নতুন এক লড়াকু যুদ্ধের পথে যাচ্ছি।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার অনুষ্ঠিত আনোয়ারা উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরশাসনকালে আনোয়ারা–কর্ণফুলী উপজেলা ছিল বিএনপির নেতাকর্মীদের রক্তে রঞ্জিত। বিএনপির যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত ও রক্তাক্ত করেছে। এসব নির্যাতন নিপীড়নের কাহিনি স্মরণ করে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় যুব সমাবেশে নির্বাচনী যুদ্ধের ঘোষণা দেয়া হবে।
আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়ার সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক এডভোকেট নুরুল কবির রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহাম্মদ, দিল মো. মনজু, মনসুর উদ্দিন, আবদুল মঈন চৌধুরী ছোটন, ইউছুফ, নুরুল হুদা, মামুন খান, লুৎফর এনাম টিটু, আমিন, কাজি পারভেজ, ওসমান সিকদার, সোয়েবুল ইসলাম, হোসেন, আজম খান, এরফানুর রশিদ, মুসা, আলফাজুর রহমান, রহিম, আলাউদ্দিন তালুকদার, জহির প্রমুখ।












