আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পক্ষে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা ও সমর্থন বৃদ্ধি করতে শিলখালীতে আলেম সমাজের সাথে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। সভাটির আয়োজন করেন জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার জেলা শাখার সহ–সম্পাদক এম. এ. কাইয়ুম ইশতিয়াক। প্রার্থীর অনুপস্থিতিতেও তাঁর প্রতিনিধি হিসেবে এম. এ. কাইয়ুম ইশতিয়াক উপস্থিত আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষকদের সামনে সালাহউদ্দিন আহমেদের অবস্থান, রাজনৈতিক ধারা ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো স্পষ্টভাবে তুলে ধরেন।
সভায় তিনি বলেন, “ধানের শীষের বিজয়ই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ।” সভায় উপস্থিত আলেম ও ওলামায়েকেরাম দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তাঁরা জানান, দেশের স্থিতিশীলতা ও মানুষের কল্যাণের পক্ষে যে প্রচেষ্টা থাকবে, আলেম সমাজ সবসময় তার পাশে থাকবে। এতে উপস্থিত স্থানীয় জনগণও উৎসাহিত হয় এবং সভা শেষে প্রার্থীর বিজয় কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












