বিএনপি হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডের জনগোষ্ঠীকে সেবার আওতায় আনার জন্য নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ইশতেহারে ঘোষিত (জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম, স্বাস্থ্যকর চট্টগ্রাম, শিক্ষাবান্ধব চট্টগ্রাম, গৃহকর ও আবাসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ চট্টগ্রাম, সাম্য-সম্প্রীতির চট্টগ্রাম, নান্দনিক পর্যটন নগরী, তথ্য প্রযুক্তি এবং ক্রীড়া) পরিকল্পনা গুলো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে আগামী দিনে পরিপূর্ণ নগরীতে পরিণত করবে। তাই আগামীকাল ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে মেয়র পদে চট্টগ্রামকে পরিপূর্ণ নান্দনিক নগরীতে পরিণত করতে ডা. শাহাদাত হোসেনই যোগ্য প্রার্থী এবং তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত যুগোপযোগী উন্নয়নের লক্ষে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি গতকাল সোমবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম বৃহত্তর চট্টগ্রামের ‘চসিক নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রয়োগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফোরামের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও ফোরামের জেলা সদস্য মো. ইসহাকের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শফিকুর রহমান, শামশুল হক শাওন, মো. জানে আলম, ডা. এসএম ওমর, এড. মো. শাহরিয়ার, মো. শাহিদুল আলম, মো. জানে আলম ফারুক, মো. ইমতিয়াজ হোসেন, মো. সেলিম উদ্দিন, মো. জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার. মো. খালেদ, মো. তানভির হায়দার চৌধুরী, মো. আনোয়ার হোসেন রুমি, মো. কামাল পারভেজ, মো. এরফান ছিদ্দিকী, মো. ইমন চৌধুরী, মো. মঈনুদ্দিন চৌধুরী, মো. শহীদুল হক চৌধুরী, শরফরাজ মানিক, শাহেনা বেগম, রোকেয়া আক্তার, ফরিদা ইয়াসমিন, জান্নাতুল কাউচার, পারভীন আক্তার, সোহেলী বেগম, জিংকু বড়ুয়া, রাজিব দে, সঞ্জয় চক্রবর্তী, চৈতী চাকমা প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, দমন-নীপিড়নের মাধ্যমে বিএনপিকে দমন করার জন্য রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে বার বার ব্যবহার করা হচ্ছে। তিনি নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে দিয়ে চসিক নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য করে তোলার জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বাকলিয়া বিএনপি
নগরীর বাকলিয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালিয়েছে বাকলিয়া থানা বিএনপি। রোববার বিকেলে বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এম আই চৌধুরী মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, আগামী ২৭ তারিখ নির্বাচন কমিশনের ভোট ডাকাতি রুখে দিয়ে ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করে জলবদ্ধতা নিরসন ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এটি এম ফরিদুল আলম, সৈয়দ তানভীর হায়দার, সাহেদুল ইসলাম, মো. ইউছুপ, মো. আরমান, মো. আরাফাত, মো. বাবু, মো. জালাল, মো. ইসমাইল, মো. রিপাত, মো. মাওলা, মো. ঊজ্জ্বল প্রমুখ।
আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি
চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে প্রচারণার শেষদিনে গতকাল জহুর মার্কেট চত্বর হতে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিল লালদীঘি হয়ে আন্দরকিল্লা এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন-এ এম নাজিম উদ্দিন নগর, হারুন জামান, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, খোরশেদুল আলম, আলাউদ্দিন আলী নূর, হেলাল চৌধুরী, ইউসুফ সিকদার, মোহাম্মদ জসিম উদ্দিন সাগর, মনির হোসেন, জসিম উদ্দিন, ফরিদুল আলম রাজা, মিয়া ইমাম হোসেন প্রমুখ।
শান্তিনগর কেন্দ্র কমিটি
মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ও কাউন্সিলর প্রার্থী মো. ইসকান্দার মির্জা, মহিলা কাউন্সিলর প্রার্থী জিন্নাতুন নেছা জিনুর সমর্থনে শান্তিনগর কেন্দ্র কমিটির দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আবু মুছা। এতে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।