ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মীরসরাই বিএনপির জনসভায় নুরুল আমিন চেয়ারম্যান

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

মীরসরাই স্টেডিয়ামে গত বৃহস্পতিবার বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম১ মীরসরাই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। ধানের শীষ প্রতীককে জয়ী করার জন্য আমার নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন। আপনারা সবাই তারেক রহমানের সালাম নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সহসভাপতি নুর হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা দাউদুল ইসলাম মিশন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা মোশারফ হোসেন, সিরাজুল হক, শাহিনুল ইসলাম স্বপন, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, নুর উদ্দিন জাহিদ, আলা উদ্দিন, আজিজুল হক, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, সহসম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মীরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ, সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মীরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাদশা ও ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের দিন গণভোট একটি যুগান্তকারী পদক্ষেপ
পরবর্তী নিবন্ধআইডিইবি চট্টগ্রাম জেলা শাখার গণপ্রকৌশল দিবস উদযাপন