ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে

মহানগর যুবদলের প্রস্তুতি সভায় দীপ্তি-শাহেদ

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির এক ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের ক্ষমতার কেন্দ্র বিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম। তিনি গতকাল মঙ্গলবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর যুবদলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদেরকে জয়যুক্ত করতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচন এ জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন ইকবাল হোসেন, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, অরূপ বড়ুয়া ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, ওসমান গণি সিকদার, মুজিবুর রহমান রাসেল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম জহির, মেজবাহ উদ্দিন মিন্টু, মিজানুর রহমান দুলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ হারুনুর রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে রাউজানের জনসমাবেশ সফল করার আহ্বান