ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

দেওয়ান বাজার ওয়ার্ডে পথসভায় আবুল হাশেম বক্কর

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

তিনি গতকাল বুধবার টেরিবাজার মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে দেওয়ান বাজার ওয়ার্ড এলাকায় গণসংযোগ পূর্ববর্তী পথসভায় এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, সৈয়দ আবুল বশর, আবুল কালাম, ইমতিয়াজ উদ্দীন তারেক, শাখাওয়াত হোসেন পিয়াল, মনসুর আলম, মাহমুদ আলি, জামাল উদ্দিন, মো. ইলিয়াস, আবুল হাসেম, ওয়ার্ড বিএনপির সদস্য আব্বাস আলী খান, তাজ মোহাম্মদ, মোরশেদ আলি, নাসির উদ্দিন, মো. কাজল, হায়দার আলী বাহাদুর, হাবিব উল্লাহ, মো. সোলাইমান, আলতাফ হোসেন, আজগর আলী, লোকমান আলী, মো. ইকবাল, জসিম উদ্দিন, শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ