কয়েক বছরের হতাশা কাটিয়ে কৃষিতে উৎসাহ বাড়ছে মীরসরাইয়ে। মাঠে এখন আগাম বোরো আবাদের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক বছর উপযুক্ত দাম না পেয়ে উপজেলার হাজার হাজার কৃষকের মাঝে হতাশা লক্ষ্য করা গেছে। কিন্ত সাম্প্রতিক সময়ে বিগত আমনের ভাল ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকদের মাঝে বেড়েছে উৎসাহ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর বোরোতে ১১৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। এবারও একই পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তা দ্বিগুনও হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বোরো আবাদের লক্ষ্যে রোপা ইরি ও সেচ নিয়ে ব্যস্ত কৃষকরা। পূর্বের চেয়ে অনাবাদি অনেক জমি নিয়ে ও চাষিদের ব্যস্ততা বাড়ার দৃশ্য দেখা যাচ্ছে উপজেলার অনেক মাঠে। আবার ফেনী নদী থেকে সেচের ক্ষেত্রে প্রিপেইড কার্ড চালুতে খরচ বেড়ে যাওয়ায় হতাশা থাকলে ও ভাল দাম থাকায় সেখানে আগ্রহ বেড়েছে কৃষকদের।
উপজেলার পূর্ব কাটাছরা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, গত বছর নিজের ও বর্গা সহ দেড়কানি জমিতে বোরো চাষ করেছেন। মহামায়া সেচ প্রকল্প হয়ে দুর্গাপুর হয়ে বয়ে আসা খালটি মজে যাওয়ায় পর আবার খনন করায় এবার পানি পর্যাপ্ত। সার কীটনাশক, মজুরী খরচ সহ সব মিলিয়ে ধান ঘরে তুলে লাভের মুখ দেখা হয়নি গত কয়েক বছর। গত আমনে তা পুষিয়ে লোকসান আর হয়নি। আশা করছি এই দাম চলতে থাকলে বোরোতে ও পোষাতে পারবো। উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম জানান বর্তমানে ধানের আড়ি (প্রতি ১২ কেজি) ৩০০ থেকে ৩৫০ টাকা। এই দামে কৃষকরা খুশি। তাই বাড়ছে চাষাবাদ। এবার পূর্বের বোরো চাষের দ্বিগুণ পর্যন্ত রোপন হতে পারে এমনটাই ধারনা করা হচ্ছে।