ধানের চারার ভারে বিদ্যুৎস্পৃষ্ট

পটিয়ায় খামারির মৃত্যু

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রবিউল হোসেন রুবেল (৩২) নামে এক খামারি ও কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধলঘাট ইউনিয়নের ইশ্বরখাইন গ্রামের আবদুল মালেক সওদাগরের পুত্র। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রুবেল উপজেলার ধলঘাট ইউনিয়নের দেওয়ান হাটের পশ্চিম পাশে পৈত্রিক জমিতে রোপণের উদ্দেশে আমন ধানের চারা বহন করে নিয়ে যাচ্ছিলেন। একটি মুরগির ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় আমন চারার ভার বৈদ্যুতিক তারের সঙ্গে লাগে। এ সময় বৈদ্যুতিক তার থেকে চারার ভার হাতে সরানোর চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুবেল। পরে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি প্রিটন সরকার দৈনিক আজাদীকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে এলো ৪ নতুন ডিপোজিট প্রোডাক্ট