ধানমন্ডি ৩২ : হাড়ের আলামত সংগ্রহ সিআইডির

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

ধানমন্ডির ৩২ নম্বরে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগসিআইডি। গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমণ্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোন প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ।

খবর বিডিনিউজের।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন ওই বাড়ির সামনে থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছিল। তখন ইমরান নামের এক পথশিশু জানিয়েছিল, ওই চারজনের একজনকে লুটপাটের সময় রড কুড়াতে দেখেছিল সে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবির পাহাড় থেকে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৮