ধানমন্ডি ৩২ নম্বরে ফের বুলডোজার, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে গতকাল সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয় দুইটি বুলডোজার। দুপুর ১২টার দিকে এক দল ‘ছাত্রজনতা’ বুলডোজার দুইটি নিয়ে ধানমন্ডি ৩২ এ ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। ওই সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। তাদের পরিচয় জানতে চাইলে একজন বলেন ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে। খবর বিডিনিউজের।

এরপর বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে সেনা সদস্যরা এসে যোগ দেয় পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে কিছু সময় ধরে। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, ছাত্ররা একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড আইন শৃঙ্খলাবাহিনীর দিকে ছুড়ে মারলে সেটির বিস্ফোরণে ওই সেনা সদস্য আহত হন। ওই সেনা সদস্যদের পায়ের পাতা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

এরপর ৩২ নম্বর সড়কের দুই মাথায় পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়ে লোকজনকে আটকে দেয়। ভবনটিকে একেবারে গুঁড়িয়ে দেওয়ার জন্য ট্রাকে করে আনা দুইটির মধ্যে একটি বুলডোজার নামানোই হয়নি। এছাড়া আরেকটি ফেলে পালিয়ে গেছে এর চালকও। পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সরে গেলেও কিছুক্ষণ পর তারা ৩২ নম্বর সড়কে ঢোকার মুখে মিরপুর সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের ঘিরে ছিল পুলিশ ও সেনাবাহিনী। ৩২ নম্বর সড়কটিতে তখন একেবারেই কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি।

দুপুর ২টার দিকে মিরপুর সড়কে ফের উত্তেজনা তৈরি হলে পুলিশ পরপর কয়েকটি সাউন্ড গানের ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ঘটনাস্থলে বলেন, ওরা ভবনটি ভাঙতে এসেছিল। আমরা তাদের বুঝিয়ে থামানোর চেষ্টা করেছি। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরের ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার ছয় মাস পূর্তির দিন গেল ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বাস
পরবর্তী নিবন্ধবন্দর নিয়ে সরকারকে হুঁশিয়ারি জামায়াতের