ধাওয়া করে ট্রাক ভর্তি বিদেশি মদ জব্দ

ইপিজেডে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন বেঁড়িবাধ এলাকায় ধাওয়া করে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। একই সাথে একটি মিনি ট্রাক ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ভোররাতে ইপিজেড থানা পুলিশ একটি মিনি ট্রাক ধাওয়া করে মদের চালানটি জব্দ করে।

পুলিশ জানিয়েছে, গতকাল ভোররাতে ইপিজেড থানাধীন আকমলআলী রোড বেঁড়িবাধ লিংক রোড ও স্লুইচ গেট এলাকায় একটি মিনি ট্রাকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়। কিন্তু গাড়িটি থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। এই সময় ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মিনি ট্রাকটিকে ধাওয়া করে উপরোক্ত স্থানে গতিরোধ করে।

এই সময় ট্রাকে থাকা চার ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে পুলিশ আটক করে। পুলিশ ট্রাকটিতে রাখা ৫২৮ বোতল বিদেশি মদ জব্দ করে। ট্রাকের সাথে আটককৃত ব্যক্তির নাম সেলিম ( ৩৫)। সে কুমিল্লার ব্রাম্মনপাড়া থানার মরদা রংগু সরদার বাড়ির মো. আবুল কাসেমের ছেলে।

ট্রাক ভর্তি বিপুল পরিমাণ মদসহ এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেন বন্দর জোনের এডিসি শেখ শরিফুজ্জামান। তিনি ঘটনার ব্যাপারে একটি নিয়মিত মামলা রেকর্ডের কথা জানিয়ে বলেন, গ্রেপ্তারকৃত সেলিমকে রিমান্ডে এনে এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে তথ্য উদ্ধার করে তাদের আইনের মুখোমুখি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতারা শুধু টাকাগুলো গুনে নিয়ে গেল
পরবর্তী নিবন্ধরোজার পণ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার চায় এফবিসিসিআই