ধলই শিক্ষা পরিবারের অভিষেক ও শিক্ষক সমাবেশ ১৫ জানুয়ারি

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে গঠিত ধলই শিক্ষা পরিবারের অভিষেক, শিক্ষক সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালা আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টায় কাটিরহাট মহিলা কলেজে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধলই শিক্ষা পরিবারের সভাপতি ও কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন কাটিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ। প্রধান অতিথি থাকবেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। প্রধান বক্তা থাকবেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা। প্রশিক্ষক হিসাবে থাকবেন শিক্ষাচিন্তক ড. শামশুদ্দিন শিশির। এতে উপস্থিত থাকার জন্য ধলই শিক্ষা পরিবারের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রের মালিক আমরা,ভবিষ্যৎ আমরা ঠিক করব : আলী রীয়াজ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাত জনকে সাজা