ধলই গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া মাদরাসার সালানা জলসা

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

হাটহাজারী ধলই ইউনিয়ন এনায়েতপুর আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনাধীন গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, তাহেরিয়া হেফজখানা ও এতিমখানার ব্যবস্থাপনায় গত ১৭ জানুয়ারি মাদরাসার ৭ম সালানা জলসা, দস্তারবন্দী, দাওয়াতে খায়র মহিলা মাহফিল, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

মাদরাসার সভাপতি মুহাম্মদ ইউছুপ মিয়ার সভাপতিত্বে ও মাদরাসা সুপার মুহাম্মদ আবদুল মজিদ এবং সহসুপার আলী আকবর রেজভীর যৌথ উপস্থাপনায় সালানা জলসায় প্রধান অতিথি ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। আলোচক ছিলেন গাজী আবুল কালাম বয়ানী ও আবুল হাসনাত আল কাদেরী, . আনোয়ার হোসাইন, মুহাম্মদ আবুল হাশেম ক্বাদেরী। মেহমান ছিলেন প্রফেসর সৈয়দুল আলম, মীর হাসানুল করিম মুনিরী, ওবায়দুল আকবর, ইলিয়াছ মিয়া, ওমর ফারুক, এস এম জোনায়েদ, এস এম রফিকুল ইসলাম তাহেরি, ইসহাক আনছারী, কামাল পাশা চৌধুরী, মোজাম্মেল হক, রোকন উদ্দিন চৌধুরী, এজাহার মিয়া মানিক, মহি উদ্দিন সূফী, আবদুল গফুর, শহীদুল্লাহ ফারুকী, সোহরাব হোসাইন চৌধুরী, মুফতি আবদুল হামিদ কাদেরী, মাহমুদুল হক চৌধুরী, আবদুর রাজ্জাক সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধহালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা