ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারী ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন গতকাল রোববার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কুরআন, আনন্দ র‌্যালি, বেলুন ও জাতীয় পতাকা উত্তোলন, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ এবং প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহবায়ক লায়ন আলহাজ্ব মুহাম্মদ ওমর ফারুক। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডা. মঈনুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চবি প্রফেসর ড. মুহাম্মদ জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন। পরিষদের সদস্য সচিব মাস্টার মুহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, রামগড় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দিন ইমন ও ফাইরোজ নাওয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি শিক্ষাঙ্গনে মানসম্মত যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদেরকে দক্ষ ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকঅভিভাবকদেরকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ ধরে এতদঞ্চলে শিক্ষা ও জ্ঞানের আলো প্রজ্বলিত রেখেছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ খোরশেদুল আনোয়ার চৌধুরী। আলোচক ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী অফিসার মুহাম্মদ সাখাওয়াত হোসেন, হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ একরাম উদ্দিন, স্কুলের এডহক কমিটির সভাপতি বিটন চন্দ্র দেব, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোজী আক্তার। স্মরণিকার মোড়ক উন্মোচন করেন সাবেক ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ শফিউল আলম কাঞ্চনসহ অতিথিবৃন্দ। র‌্যালি উদ্বোধন করেন সমাজসেবক মুহাম্মদ নজরুল ইসলাম। ২য় পর্বে মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল