ধলইতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

আন্‌জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) ধলই দায়রা শাখার আয়োজন ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স, ধলই ইউনিট এর সহযোগীতায় গতকাল শুক্রবার ধলই দায়রা শরীফে বৃক্ষ রোপন,চারা বিতরণ ও মেধা বৃত্তির জন্য রেজিষ্ট্রেশনকৃত ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয়।
ধলই দায়রার সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা সেকান্দর মিয়া চৌধুরী, মৌলানা মহিউদ্দিন নূরী,দিদারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আল মামুন, জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুল মন্নান, সদস্য ইমতিয়াজ আজগর চৌধুরী সহ ব্লাড ডোনার্স এর সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দায়রা শরীফের কিছু ওষুধি ও ফলদ চারা রোপণ করা হয় সেই সাথে সদস্য ও ছাত্রদের মধ্যে ওষুধি ও ফলজ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেধা বৃত্তির জন্য রেজিষ্ট্রেশনকৃত ছাত্রদের দরবারের উসুল, পরীক্ষার সিলেবাস,অংশগ্রহণ নিয়ম সম্পর্কে ধারণা প্রদান করা। মোনাজাত পরিচালনা করেন মওলানা মহিউদ্দিন নূরী ।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের খাবার ও মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধ বালুসহ ২টি ডাম্প ট্রাক জব্দ