ধর্ষণ মামলায় অভিযুক্ত সেই পুলিশ সদস্য বরখাস্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

মুঠোফোনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্য রুবেল মিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রুবেল মিয়াকে চাকরি থেকে বরখাস্ত ও বিভাগীয় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত অব্যাহত রয়েছে। এর আগে গত

 

 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর চান্দগাঁও থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় পুলিশ সদস্য রুবেল মিয়াকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন। রুবেল মিয়া (৩৬), নেত্রকোনা জেলার সদর থানার ছেওপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদীও একজন পুলিশ সদস্য। মূলত রুবেল মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ সময় রুবেল গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রাখেন। পরে এসব

ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা শুরু করেন। গত ১৮ ফেব্রুয়ারি ভিকটিম বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ () ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ সালের ৮ () () আইনে মামলা করে। একইদিন রুবেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারের সময় অশ্লীল ছবি ও ভিডিও ধারণ কাজে ব্যবহৃত ১টি মোবাইল উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
পরবর্তী নিবন্ধনোটিশের পর দফায় দফায় তাগিদ, তবুও জুনিয়রদের হোস্টেল ছাড়ছেন না তারা