ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. পারভেজ নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব–৭। চার বছর আগে ফটিকছড়িতে এক নারীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল ভোরে হাটহাজারী থানার ফরহাদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মো. পারভেজ (২০), হাটহাজারী থানার পশ্চিম উদালিয়া এলাকার মুহাম্মদ দিদার আলমের ছেলে। র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, ধর্ষণ মামলা হওয়ার পর থেকে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিল মো. পারভেজ। খবর বাংলানিউজের










