ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে মো. আনিসুল ইসলাম রিকন (২৮) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত ১৭ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পতেঙ্গা থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রধান পলাতক আসামি রিকন বিজয়নগর অবস্থান করছেনএমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রেকদের ফাস্ট প্রটোকল সার্টিফিকেট দিল সিএসই
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দল বাগোয়ান ইউনিয়নের কর্মীসভা