ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ। তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা একটি ধর্ষণ মামলায় পূর্ব নির্ধারিত শুনানি দিন ধার্য ছিল। তবে আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। পরে মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। খবর বিডিনিউজের।

মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন এসআই এস এম শফিকুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হক শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন। আমরা আদালতে সময়ের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা না মঞ্জুর করেছে।

গত ৪ এপ্রিল এই আদালতে ধর্ষণ মামলা থেকে জামিন পেয়েছিলেন মামুনুল হক।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৩৭ কোটি টাকার ইয়াবা উদ্ধারের মূল হোতা জাকের গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে চাঁদের গাড়ি ওল্টে প্রাণ গেল যুবকের