গাজীপুরে শিশু আয়েশাকে ধর্ষণের বিচার পাননি দরিদ্র পিতা হায়দার আলী। না পেয়ে তিনি মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দেন। ঘটনাটি সভ্য সমাজের মুখে কালিমা লেপন করেছে। তা আজও মুছেনি। কেননা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে নিষ্ঠুরতা।
হায়দার আলীর মেয়েই শুধু নয়, এই দেশে এমন অনেক হায়দার আলী আছেন, যারা আলোচনায় আসেননি। নীরবে কত শত হায়দার-আয়েশার প্রাণ প্রদীপ নিভছে, কে রাখে তার খবর? গণমাধ্যমে এলেই এসব নিয়ে হইচই শুরু হয়। কখনো বিউটি, কখনো সীমা কিংবা ইয়াসমিন, কখনো রূপা, তনু, আয়েশা-এদের অসময়ে চলে যাওয়ার কথা ছিল না। তাদের তো তখন স্বপ্ন দেখার, বাঁচতে শেখার কথা। ধর্ষিতাদের জন্য ক্ষোভ প্রকাশ হচ্ছে, বিক্ষোভ মিছিল, মানববন্ধন হচ্ছে। মিছিলে স্লোগান উঠছে, অপরাধীর ফাঁসি চাই। আলটিমেটাম দেওয়া হচ্ছে। এরপর আবার নতুন ঘটনা আড়াল করে দেয় পুরনোটাকে। নতুনটা নিয়ে মেতে উঠতে উঠতে ঘটে আরও নতুন ঘটনা।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক সমস্যা। মানুষের মধ্যে যে আদিম প্রবৃত্তি, তা দমিয়ে রাখতে হলে শৈশব থেকে বা পরবর্তীতে স্কুল-কলেজে যথাযথ জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।
তিনি বলেন, যখন কেউ ধর্ষণ করে বা হত্যা করে তখন সে আনকনশাস থাকে। অবদমিত প্রবৃত্তি তখন মাথা চাড়া দিয়ে ওঠে। এ ধরনের ঘটনা বাড়তে দিলে তো সামাজিকীকরণ থাকবে না। আইন কঠোরভাবে প্রয়োগ হওয়া উচিত। পাশাপাশি পারিবারিক অনুশাসন ও মানুষে মানুষে সামাজিক সম্পর্কটা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, ধর্ষণের চিন্তাকে শাস্তির দৃষ্টান্তের আগুনে পোড়াতে হবে। সমাজের কোনো অংশই এমন বিকারের কুপ্রভাব থেকে মুক্ত না। ডার্ক ওয়েব, অবাধ নীল দুনিয়া আর সোশ্যাল মিডিয়ার কিছু ক্ষতিকর দিক পরিবার-বিচ্ছিন্ন, অবসাদগ্রস্ত এমনকি বিকারগ্রস্ত করে তুলছে মানুষকে।
সর্বশেষ গতকাল আকবরশাহ এলাকায় বিয়ের প্রলোভনে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর সীতাকুণ্ডে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তৌহিদুল আলম হৃদয় (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর বড় বাড়ি এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বুলবুল উদ্দিন সোনাল প্রকাশ বুলু (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের দুই ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে প্রথম বর্ষের চার ছাত্রের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ এলাকা থেকে সীতাকুণ্ড থানা এলাকায় নিয়ে যাওয়ার পর ১৪ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ সেপ্টেম্বর খুলশী থানাধীন আমবাগান আবহাওয়া অফিসের পাশে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৯ আগস্ট টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় মুজিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ আগস্ট নগরীতে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরাদ হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।