ধর্ষণের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

‘ধর্ষণমুক্ত সমাজ গড়ি’ সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার চান্দগাঁওস্থ সেন্টার সিটি মডেল স্কুলে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজন বড়ুয়া জানান, প্রাথমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত মোট ৫ কোটি গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। গণস্বাক্ষর প্রদানকারীদের ১১১১ জনের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সুজন বড়ুয়া, উপাধ্যক্ষ সীমা বড়ুয়া, শিক্ষক রুবেল কুমার নাথ, শিল্পী মুৎসুদ্দী, সুপ্রিয়া বড়ুয়া, শেখাব উদ্দীন, সাজেদা আক্তার, টুম্পা দেব, রফিকুল আলম, রুপশ্রী দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস মালিক সমিতির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধখাল-নালায় আবর্জনা ফেলবেন না