ধর্ষণের প্রবণতা আগের তুলনায় কমবে

অ্যাডভোকেট রুনা কাশেম | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৪৫ পূর্বাহ্ণ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় এই ধরনের অপরাধের প্রবণতা আগের তুলনায় অনেক কমে যাবে বলে মনে করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রুনা কাশেম। এর পাশাপাশি দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করা উচিত বলে মনে করেন তিনি। রুনা বলেছেন, আগে ধর্ষণের আসামিরা কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যেত। টাকার বিনিময়ে হোক বা অন্য কোনো উপায়ে হোক। আসামি দোষ করার পরও আইনের ফাঁকফোকর দিয়ে তারা পার পেয়ে যেত। এই আইনজীবী বলেন, ধর্ষণ মামলার আসামিরা ছাড় পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক আইনজীবীদেরও ভূমিকা রয়েছে। একজন আইনজীবী হিসেবে আমি বলব- অন্তত এই ক্ষেত্রে আমাদের লোভ নিবারণ করতে হবে। ধর্ষণ মামলার ক্ষেত্রে টাকার বিচার না করে সেখানে সঠিক বিচার পাইয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে।
যারা বিচারকার্যে নিয়োজিত থাকেন, উনাদেরও নারী ও শিশুর প্রতি শোভনীয় দৃষ্টি থাকতে হবে। মোটকথা হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। বিশেষ করে পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআইন সংশোধন নয় প্রয়োগে জোর দেয়া জরুরি
পরবর্তী নিবন্ধআইন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে