ধর্ষণের প্রতিবাদে বরমায় মানববন্ধন

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:০৫ পূর্বাহ্ণ

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন বরমা কলেজ সড়কে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বরমা প্রেসক্লাব, দেশপ্রিয় খেলাঘর আসর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রভৃতি সংগঠনের উদ্যোগে কর্মসূচি পরবর্তী এক সংক্ষিপ্ত সভা সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে ও এনজিও ওডেবের এরিয়া ম্যানেজার মাহামুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বলরাম চক্রবর্তী, অধ্যাপক খালেদুর রহমান, অধ্যাপক সালমা আহসান হেলেন, অধ্যাপক আবুল মনসুর, আ.লীগ নেতা নাছির উদ্দিন তালুকদার, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জামাল উদ্দিন তালুকদার, সিপিবি নেতা সুবল দেব, পলাশ ভট্টাচার্য্য, মাস্টার সুমন বৈদ্য, শ্রীকান্ত বৈদ্য, ভবতোষ ভট্টাচার্য্য, সাখাওয়াত হোসেন টিপু, শাহাদাত ইসলাম, বরমা প্রেসক্লাবের সেক্রেটারী বিমল তালুকদার, সাংবাদিক বিপ্লব বড়ুয়া, ওডেব কর্মকর্তা অনুপমা সাহা, রূপন দাশগুপ্ত, মাস্টার রিপন দাশগুপ্ত, মাস্টার সুজন সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় অস্থিরতা
পরবর্তী নিবন্ধরাউজানে পূজামণ্ডপে কাপড় বিতরণ