স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে মঙ্গলবার গান্ধীনগরের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০১৩ সালে এক নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডিত হলেন তিনি। এদিকে আসারামের বয়স বর্তমানে ৮১ বছর। তিনি বর্তমানে যোধপুর জেলে রয়েছেন। ২০১৩ সালে রাজস্থানে নিজ আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা আরেক মামলায় জেল খাটছেন তিনি। খবর বাংলানিউজের।
সেশন আদালতের বিচারক ডি কে সোনি সাজার পরিমাণের ওপর যুক্তিতর্ক শেষে আদেশ পড়ে শোনান। ২০০১–২০০৬ সাল পর্যন্ত সুরাটের এক নারী আহমেদাবাদের কাছে মোতেরায় আসারামের আশ্রমে থাকতেন। সেই সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পরে ২০১৩ সালে মামলা করেন এই নারী। সেই মামলায় সোমবার দোষী সাব্যস্ত হন আসারাম। মামলায় আদালত আসারামের স্ত্রী লক্ষ্মীবেন, কন্যা ও আরও চার শিষ্যসহ ছয়জনকে খালাস দিয়েছেন।