ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুইজনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বান্দরবানে ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

গতকাল রোববার সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দীন (৪৮) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মৃত আবুল খায়েরের ছেলে। অপরজন হলো তার বন্ধু আমির হোসেন (৪৫) কঙবাজার টেকনাফের নজির আহম্মদের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল জানান, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজা ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধরিটার্ন জমা ৩৭ লাখের বেশি, সময় আর বাড়ছে না : এনবিআর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধমহেশখালীতে লবণ শ্রমিকের লাশ উদ্ধার