ধর্ষণ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধে তরুণ সমাজের ভূমিকা এবং আইনগত প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। গতকাল শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবের উদ্যোগে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটস্থ প্রয়াত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালী স্কুলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাখাওয়াত হোসেন আদনানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও উপ-সমন্বয়ক মো. নিহাদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছরওয়ার আলম, থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা রেজাউল করিম সেলিম, উপদেষ্টা অ্যাড. চৌধুরী ফাহাদ বিন সোহান, আবছার উদ্দিন মাহমুদ, মিজবাউল হক, এস এম হানিফ, এ কে এম ইকবাল ফারুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, নারীর প্রতি অমানবিক আচরণ, ধর্ষণসহ যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর বর্তমান সরকার। ইতোমধ্যে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন আদনান বলেন, দিন দিন নারীর প্রতি যে অমানবিক আচরণ ও নির্যাতনের মাত্রা বেড়ে চলেছে তা প্রতিরোধে দেশকে, সমাজকে সোচ্চার হতে হবে। সামাজিক এই ব্যাধি নির্মূল করতে হলে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।