ধর্ম নয় গলার জোরে
ধর্ম নয় পোশাকে
ধর্ম বলে না অর্থের জোরে
গোখরো সাপ পোষা কে।
ধর্ম নয় ইটের দেওয়ালে
ধর্ম নয় রাস্তায়
ধর্ম নয় মুখের চোয়ালে
ধর্ম হয় আস্থায়।
ধর্ম নয় কাগজ পত্রে
ধর্ম নয় প্রাচীরে
সঠিক কর্ম আকড়ে ধরে
আমরা সবাই বাঁচি রে।
ধর্ম নয় ব্যয় বাড়াতে
ধর্ম নয় জমাতে
ধর্ম নয় ভেদাভেদে
ধর্ম হয় ক্ষমাতে।










