ধর্ম যার যার রাষ্ট্র সবার

দক্ষিণ কাট্টলীতে বস্ত্র বিতরণকালে শাহাদাত

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনার। এখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, মার্মা সকলে একসাথে বসবাস করি। আমাদের একটাই পরিচয়, আমরা সকলেই বাংলাদেশি। তিনি গতকাল রোববার বিকালে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে শিলপাড়া কৃষ্ণ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে শিলপাড়া কৃষ্ণ মন্দির পূজামণ্ডপ কমিটির সভাপতি জনি সিল শিবু’র সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নেতা বাপ্পী দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহ-সম্পাদক মো. আবু জহুর, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী সাইফুল আলম, সদস্য সচিব মোহাম্মদ শফি উল্লাহ এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন ১১, ২৫, ২৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও নগর মহিলা দলের সহ-সভাপতি জেসমিন খানম, সদস্য শামসুন্নাহার, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন চৌধুরী শাহীন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম ভূঁইয়া, ওয়াকিল আহমেদ রমজান, নুর সেলিম বাঙালি, জাহাঙ্গীর আলম মুন্না, ওমর সওদাগর, এস কে জামাল উদ্দিন, নুরুন্নবী সুমন, মহানগর যুবদলের সহ-সভাপতি দিদারুল ফেরদৌস, স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মো. সেলিম রেজা, মো. দেলোয়ার হোসেন, মো. হোসেন, কুতুব উদ্দিন, সজীব দত্ত, সুজন দাশ, রিপন কান্তি নাথ, রাজীব দত্ত, আব্দুল্লাহ আল ফিরোজ টিপু, মো. নুরুজ্জামান, মো. সোহেল, আলম হোসেন আরিফ, মো. রিয়াদ, মো. জসিম উদ্দিন, ওমর কাইয়ুম, আসিফ, মো. জাহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর পূজা পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসিপিডিএল সেলিন প্রকল্প হস্তান্তর