ধর্ম মানুষের মনে মমত্ববোধ জাগায়: মেয়র

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ধর্ম মানুষকে পরিশুদ্ধ করে। ধর্ম মানুষের মনে মমত্ববোধ জাগায়। ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে চলতে পারলে বিবেক পরিশুদ্ধ হয়। বিবেক শুদ্ধ হলে কোন মানুষ বিভ্রান্তিতে পড়ে না।

গতকাল শনিবার বিকেলে চসিক বৌদ্ধ পূণিমা উদযাপন পরিষদ কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ অসমপ্রদায়িক চেতনার একটি দেশ। হাজার বছর ধরে এই ভূখন্ডে সব ধর্মের মানুষ উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ধর্ম র্নিবিঘ্নে পালন করে আসছে। অহিংসা পরম ধর্ম নীতির প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ, দিশেহারা মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন ও শুনিয়েছেন মানব কল্যাণের মহামন্ত্র। অশান্ত বিশ্বকে শান্ত করার জন্য তিনি হিংসার পরিবর্তে মৈত্রীকে মহামন্ত্র হিসাবে হাতিয়ার করেছেন। চসিক নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে শুভ বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাষ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক জিতু প্রিয় বড়ুয়া। আলোচনার অংশগ্রহণ করেন নব পন্ডিত বিহারের অধ্যাপক উপানন্দ মহেথেরা, কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুসেন বড়ুয়া, চট্রগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সিনেমায় ‘ক্যাপ্টেন আমেরিকা’ তারকা ফ্র্যাঙ্ক গ্রিলো