ধর্ম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে

সর্বজনীন আনন্দ বিহারে চীবর দানে রেজাউল

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ধর্ম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে আর ধর্মীয় জ্ঞান মানুষের হৃদয়ে পরিশুদ্ধতার আলো জ্বালিয়ে দেয়। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও সর্বজনীন আনন্দ বিহার পরিচালনা কমিটি আয়োজিত দানোত্তম কঠির চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ অধ্যাপক বনশ্রী মহাথেরো’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশকের বক্তব্য দেন, নন্দবংশ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ভুলন বড়ুয়া ও মানু বড়ুয়া। আরো ধর্মদেশনা করেন জ্ঞানবংশ মহাথেরো, আর্য্যশ্রী থেরো, রত্নপ্রিয় থেরো, সংঘশ্রী থেরো, তণহংকার ভিক্ষু, দেবমিত্র ভিক্ষু, প্রজ্ঞালংকার ভিক্ষু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন দাবিতে চবি অফিসার সমিতির কলম বিরতি
পরবর্তী নিবন্ধচবির সাবেক উপাচার্য আর আই চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ