ধর্ম মানুষকে সত্য, সুন্দর ও মঙ্গলের বার্তা দেয় : গিয়াস কাদের

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ধর্ম মানুষকে সত্য, সুন্দর ও মঙ্গলের বার্তা দেয়। একজন পরিপূর্ণ মানুষে পরিণত হতে ধর্মের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার।

সম্প্রতি রাউজান উপজেলার উত্তর গুজরায় আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে অন্নদাঠাকুরের ১৩৫তম আবির্ভাব উৎসবের ২য় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তীর সভাপতিত্বে ও আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদ্যাপীঠ ট্রাস্টি বরুণ মজুমদার, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কান্তি কর। গীতাপাঠ করেন আদ্যাপীঠ মন্দিরের প্রধান পূজারী তপন চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মেদ, নুরুল হুদা চেয়ারম্যান, অনিল বিশ্বাস, মাস্টার সুপক বিশ্বাস, চেয়ারম্যান বীণা চৌধুরী, কাজল কর, তপন বিশ্বাস, দিপাল মজুমদার, বাবলা মজুমদার, শিবু খাস্তগীর, বিশ্বজিত বিশ্বাস, কার্তিক বিশ্বাস, অরূপ বিশ্বাস, রাজন সেন, মাস্টার বিজয় বিশ্বাস, প্রিন্স চৌধুরী শুভ, অন্তু বিশ্বাস, জনি চক্রবর্তী ও বাপ্পা বর্মন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে সিএমপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ‘ক্যারিয়ার টক’