চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের লক্ষ্য একটি সাম্যের শহর। যেখানে সকল ধর্ম–বর্ণের মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। চট্টগ্রামকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে চাই। প্রত্যেক ধর্মেই অন্যায় ও অনাচারের বিরুদ্ধে কথা বলার শিক্ষা রয়েছে। ইসলাম ধর্ম যেমন সুদ, ঘুষ ও অন্যায়ের বিরোধিতা করে, তেমনি সকল ধর্মের মূল বার্তা হচ্ছে মানুষকে সংযত ও নৈতিক জীবনের পথে পরিচালিত করা। আমরা যদি এই নৈতিক মূল্যবোধে জীবন পরিচালনা করি, তবে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি গত ৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর ঐতিহ্যবাহী জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাস মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি লায়ন তপন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বৈকুণ্ঠ ধামের অধ্যক্ষ স্বরূপানন্দ শাস্ত্রী মহারাজ। প্রধান বক্তা ছিলেন ভোলানন্দ গিরি আশ্রমের অধ্যক্ষ উমেশ্বরানন্দ গিরি মহারাজ। ধর্মীয় আলোচক ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিক্ষক বেন্টন নাথের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ ও চন্দন দাশ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জী, জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রবিশংকর আচার্য্য, অর্থ সম্পাদক রতন আচার্য্য, অ্যাডভোকেট সলিল গুহ, সুভাষ দাশ, প্রকৌশলী সঞ্জিব বৈদ্য, কানুরাম দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, রাসেল চৌধুরী, সাজু দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












